বঙ্গদেশীরা মানুষ হবে কবে?
দেশে পদ্মা সেতু হবে, কর্ণফুলি টানেল হবে,
মেট্রোরেল হবে, ট্রাম গাড়ী শহুরে লেনে চলবে,
বিদেশের দক্ষ শ্রমিক সুসময়ে এসে চাকুরী করবে,
বঙ্গভূমি সত্যি সোনার দেশে পরিনত হবে,
উন্নত দেশের তকমা সীল গায়ে লাগবে,
দেশের মানুষের আয়রোজগার ঢেঁড় বেড়ে যাবে,
ফাস্ট ক্লাস কার ও বিমান দেশেই উৎপাদন হবে,
শিক্ষার হার প্রায় শতভাগে উন্নিত হবে,
চিকিৎসা সেবা নিতে মানুষ বিদেশ হতে বঙ্গ দেশে আসবে,
ইউরো জোনের মত বাংলাদেশ ও এশিয়া জোনের অন্তভুক্ত হবে,
এশিয়া জোনে চলাফেরা করতে এক ভিসায় চলবে,
কিন্তু " হুজুগে বাংগালী নামক উপাধি" গায়ে থেকে উঠবে না!
বাঙ্গালিদের বিবেক বোধ জাগরিত হবে না!
শত বছরের কিছু কিছু কুসংস্কার সমূলে বিনাশে অপারগ হবে,
মানবিক বিচার বিশ্লেষণ বিবর্জিত এ জাতি
নিজেদের সংস্কৃতি সমূলে ধ্বংস করে উন্নয়নের জোয়ারে গা ভাসাবে!
কিন্তু প্রশ্ন থেকেই যাবে, বঙ্গদেশীরা মানুষ হবে কবে?
~~~~ রেজাউল আবেদীন, ২৩/০৭/১৯ইং, মংগলবার, ভিয়েনা, অষ্ট্রিয়া।