কতদিন তোমায় দেখি না প্রিয়
কত বেলা গেলো চলে,,
তোমারে দেখার তৃষ্ণা আমার
বেরে গেলো অগোচরে।
দুই নয়ন জুড়ে যে প্রশান্তি
তোমায় দেখে মিলে,,
দৃষ্টি আমার তোমার পানে
রয়ে যাবে চিরতরে।
তৃষ্ণা রবে অন্ত নয়নে
বাহ্যিকতায় রবে জল
শুকাবে ক্ষণিকে অতঃপর
তা আবার নামিবে ঢল।
সে জলে যদি মিটিতো তৃষ্ণা
এতো কথা তবে কি হতো?
তবুও আমি,
তোমার পানে চেয়ে রবো অবিরত।