আমার অপরাধ যখন সর্বজনে বিস্তার
ছন্নছাড়া হয়ে গেলেও হবে না তো নিস্তার।
সমাজ চাইছে আমায় কাঠগড়ায় দাঁড় করাতে,
তবে সকলে ভুলে যায় যন্ত্রণা আমারও আছে।
বহির্জগতে সংঘ দেখিয়ে
প্রমাণ কারে দেয় এই সমাজ,
তবে কী এই সমাজে জন্ম লওয়াই হয়েছে
আমার সর্বময় অপরাধ?
এই সভ্য সমাজে আমি যদি হই
অসভ্যের রাজরানী
তবে বিধাতা তোমায় বলি
আর কোনো জনমে এই সমাজে পরে না
যেন আমার বিষাক্ত পদধূলি।