সকলের সম্মুখ হতে
নিজেকে গুটিয়েছি যতবার,
ততবার প্রত্যক্ষণ করতে হয়েছে
সকলের ভ্রান্ত ধারণা।
মূল্যহীন এই জীবনে
শর্তহীন ভাবে ভেবেছি অনেক,
তবে শেষ তিথিতে অস্পষ্টভাবে পেয়েছি
সকলের সরল স্বার্থের আভাস।
তীব্র ক্রোধের প্রত্যক্ষণে
আমি পিছপা নই,
তীব্র উপেক্ষা কে ভেবেছি অপেক্ষা।
আমি হারাতে চাইনি কখনোই
শিহরিত ছিলাম প্রতিক্ষণ।
জগতের অগ্রাহ্য প্রতিচ্ছবিতে
আমি বরাবর কেন অভিমানী?
আমি যে অভিমানী নই,
তবে কি আমি তীব্রতরে ভীত!