হেঁটে পার করি কত অজস্র সময়,
বিবর্ণ হয়েছে বর্ণময় মুহূর্ত।
খোলা আকাশের নিচে
দীর্ঘশ্বাস ফেলি আর
খুঁজে চলেছি নিজের অস্তিত্ব।

ভেসে আসছে যেন বিষণ্ণতা
অপূর্ণতা রয়ে গেল মনোস্কামনায়।
অফুরন্ত হাসির আড়ালে,
লুকিয়ে রইলো তীব্র আর্তনাদ ।

স্বপ্নের মাঝেও খুঁজেছি
যেন বহুবার নিজেকে,
ইচ্ছার শত কারণ
মেনে নিয়েছে সকল বাঁধা ।

নিঃশেষের ডাক পরে যাবে হঠাৎ,
একটা ইচ্ছা পূর্ণতা পাক আমার
বিলীন  হোক আমার অস্তিত্ব ।
আমি জানি,প্রত্যেক জন্মেই রবে
আমার ব্যর্থতার হাহাকার ।