সত্যিই তো সর্বময় শান্তি
সত্যি মানে স্ব-ইচ্ছা প্রকাশের পথ ।
অজস্র পথ পাড়ি দেওয়ার
অসম্ভাব্য অস্তিত্ব সত্যি !

সকলের তরে সত্য নয় তো শান্তিময়
সত্য কেবল বাধ্য করে
মেনে নিতে,মানিয়ে নিতে ।
অগ্রসর করে ইচ্ছাগুলোকে বিলীনের পথে ।

সত্যের এই রূপই যদি হয় সর্বদা দৃশ্যমান
ছলনাই হোক সঙ্গী তবে,
মুক্তি হোক অস্বীকার্য সত্যির কর্মধার !