হারিয়ে ফেলো নিজেকে
বাহ্যিক জগৎ থেকে নিজেকে গুটিয়ে নাও ।
তুমি না থাকলে কেউ কষ্ট পাবে,
তোমাকে না পেয়ে কেউ
তীব্র যন্ত্রণায় মশগুল থাকবে
এই ধারণায় নিজেকে ডুবিয়ে রেখো না ।
নিখোঁজ করে তোলো নিজেকে
প্রতিটি শহরের অলিতে গলিতে
খুঁজেও যেন কেউ না পায়।

ঠিক যেভাবে কোনো একদিক
তুমিও কাউকে খুঁজে পাওনি ।
খুঁজে নেয়াতে হয়তো কোনো ত্রুটি ছিলো না,
নিজের শহরের গণ্ডী পেরিয়ে হণ্যে হয়ে খুঁজেছিলে ।
ভাসা ভাসা প্রত্যক্ষণ উপস্থিতি,
কাল্পনিক মিথ্যায় নিমজ্জিত,
কালিক স্থিতি ছিলো যার সর্বোচ্চ স্থায়িত্ব ।
আজ পেরিয়ে গেছে সময়,
বিলীন হয়ে গেছে সেই খুঁজে পাবার ইচ্ছা ।
নিখোঁজ করেছো নিজের শহরে ।

নিজেকেও একইভাবে নিখোঁজ করে নিও
কাউকে উপলব্ধি করতে দিও না তোমার উপস্থিতি ।
তোমার শহরের প্রতিটি প্রাচীর ভেঙেও
যেন তোমাকে পাওয়াটা দুর্লভ মনে হয় ।
কালিক সময় তোমাকে খুঁজে পাওয়ার ইচ্ছা স্থায়ী হবে,
অতঃপর তুমিও বিলীন হয়ে যাবে ।
হারিয়ে যাবে তোমাকে খুঁজে পাওয়ার ইচ্ছা ।

একান্তই যদি কেউ মনে রাখে তাহলে না হয়
তাকে চিন্তার ইতিহাসে লিপিবদ্ধ করে রেখো ।
তবুও তুমি নিখোঁজ,
নিখোঁজই থেকে যেও ।