কত দিন, ঠিক আর কত দিন
এভাবেই চলবে সবটা।।
কত দিন আর এভাবেই মানিয়ে নিতে হবে সব?
সকলে চায় আমি সবটা মানিয়ে নেই।

হতে পারে, আমি অনেক সম্পর্ক দ্বারা আবদ্ধ
হতেই পারে, সমাজ নামের ঠুনকো জিনিসের মাঝে
                   আমার আশ্রয় নিহিত।।।

তাই বলে মানিয়ে নেয়াটা সমাধান নয়।
সম্পর্ক সমাজ এই সবকিছুর আগে তো আমি নিজের।
মানিয়ে নিয়েছি বলাটা হয়তো সহজ
কিন্তু, মানিয়ে নেয়ার মাঝেও যে তীব্র যন্ত্রণা।।
তারপরও আমরা মানিয়ে নিই।

কোন এক অজানা ভয়ের কাছে যে আমরা বন্দী,
ভয়কে জয় করার মতো সাহসও আমাদের নেই।

মানিয়ে নিলে তো সম্পর্কগুলোকে
টিকিয়ে রাখা সম্ভব হবে
মানিয়ে নেয়ার ভিত্তিতেই সমাজ
সুচরিত্রের সনদ প্রদান করবে

কি আছে এই মানিয়ে নেয়াতে??
নিজেকে সর্বোচ্চ ছোট করা
নিজেকে তীলে তীলে  শেষ করা ছাড়া
ইচ্ছা স্বপ্ন সবটা বলি দেয়ার পরেও
চারপাশের সকলে বলবে, "মানিয়ে নাও"

দিন শেষে একটাই প্রশ্ন,
   মানিয়ে নেয়াটাই কী জীবন???