জীবন নামক মহলের আনাচেকানাচে
ছড়িয়ে আছে অজস্র ক্ষতর চিহ্ন ।
সীমাহীন চিহ্ন আছে !
যা আজীবন রয়ে যাবে
সর্বক্ষণ লোকচক্ষুর আড়ালে
আমার ক্ষত কেবল আমারই ।
আজও কেউ জানেনা কিছু
আমাকে জানা যে সাধ্যের বাইরে ।
বাইরের চাকচিক্যময় এ আমি,
ভিতরে ভীষণ এলোমেলো ।
গভীর দহনে বিধ্বস্ত !
তা কেউ আজও জানে না
হাজার ক্ষত লুকিয়ে রেখে চলছে
আমার শান্ত থাকার সুনিপুণ অভিনয় ।
কারণ,আমার ক্ষত কেবল আমারই
আর নয়তো অন্য কারো !