তীব্র না পাওয়ার বেদনা,
সুনিশ্চিত সব সত্য জেনে
আজও অসহায়ত্ব যেনো
আমার ছায়ার মতো।
জানি এ কেবলই
ক্ষনিকের আহাজারি ;
তবুও ক্ষনিক মুহূর্ত বহু ক্ষণে লাগে অসীম ভাড়ি।
কবে হবে নিস্তার এই
মরিচীকা হতে,
মায়া জালে বেঁধেছি নিজেকে
অবশ্যই,,
শাস্তি তো উপভোগে রবে ।