আমি চাইনি আমাকে কেবল
কেউ আলতো করে ছুঁয়ে যাক,,
চেয়েছি সেই একরোখা মানুষটার
অপ্রকাশিত তীব্র ভালোবাসা।

সে হয়তো আমার সাজপোশাকে
কখনো আকৃষ্ট হবে না,,
কখনো আদিখ্যেতা করে
মান ভাঙাতে তো আসবেই না,,
তবুও সেই মানুষটা ঠুনকো জিনিসগুলো খুব মনোযোগের সাথে দেখে নিবে।।

মানুষটা হয়তো
কখনো কোনো স্বাধীনতাতে বাঁধা দিবে না,,
কিন্তু কিছু নতুন নিয়ম করে দিতে চাইবে,,
তবে তার মতো করে আমাকে গড়ে তোলার একটা অপ্রকাশিত তীব্র ইচ্ছা পোষণ করবে ঠিকই।।

আমার চৌদ্দ গোষ্ঠীর খবর তো দূর
কখনো কখনো হয়তো সে
আমার খোঁজ নিতেও ভুলে যাবে,,
আমি তীব্র অভিমানের অসহ্য যন্ত্রণায়
শেষ হয়ে গেলেও হয়তো
সে মুখ ফুটে কখনোই বলবে না ভালোবাসি।।
আমি আমার বিশ্বাসে
আমার অস্তিত্ব তার মাঝে খুঁজে নিবো।।

আমার দেয়া প্রতিটা কষ্ট
তাকে কতটা আঘাত করবে সেটা
আমাকেই বুঝে নিতে হবে,,
আমি জানি,,,
আমার সব ভুল সে হেসেই উড়িয়ে দিবে,
সব অপরাধ সে সহজেই ক্ষমা করে দিবে,
কারণ আমি জানি,,
কি তপ্ত আগ্নেয়গিরি তার বুকে পুষে রাখা আছে,
তার সামান্য তাপও হয়তো
আমায় সারাজীবন জ্বালাতে যথেষ্ট হবে।

আমি এমন মানুষেরই ভালোবাসা চাই,,
কারণ আমার নিজের সবটা দিয়ে ভালোবাসলে মানুষটা সম্পূর্ণই
আমার হবে কেবল আমার হবে!!