মনের যতো বেদন আছে
জমে কোথায় জানো?
এক কাপ চায়ের ধোঁয়ায় নাক ডুবিয়ে
সময় নিয়ে ভাবো।
জ্ঞান গ্রহণের প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়ার ভয়,
ভিতর থেকে আতকে দিলে চা সঙ্গী হয়।
বুদ্ধির তাৎক্ষণিক স্থির,দৃষ্টিতে স্বচ্ছতাল অভাব,
প্রত্যক্ষণে ইন্দ্রিয় অচল,ক্রিয়ার কোলে ক্লান্তির ছাপ,
সন্দেহ নেই
সবকিছুর টোটকা কেবল এক পূর্ণ চায়ের কাপ।
উপভোগেও বাদ যাবে না চা,
মন জুড়াবে আড্ডা
সুধায় যদি কেউ, ''চা খাবা?''
মনের শত অমিল থাকুক সব লুকিয়ে যাবে,
এক কাপ চা যদি আলোচনায় থাকে।
অতিথিদের প্রস্তাবে কি থাকে না থাকে,
সর্বপ্রথম চা ভোগের সুযোগ সবাই পাবে।
নিঃসঙ্গের স্বপ্ন জাগে সঙ্গ কবে পাবে
সঙ্গ যদি স্বস্তি না দেয় শঙ্কা থাকে মনে,
কষ্ট পাবার বদলে চায়ের কাপটি নিজের করে নিবে।
সঙ্গীর নিশ্চয়তা কেই বা কাকে দিবে
লাভ-লসের হিসাব কষেই দেখো,
এক জীবনে চায়ের মতো সঙ্গী পাবে না তো।।