রাইলা,
          তোমার নোলক দ্যুতি থেকে
          ছড়িয়ে পড়া জোছনা প্লাবনে
          মুহুর্তেই ডুবে যায় মিথ্যে
          সময়ের নীল দ্বীপ.....
          অজস্র সন্ধ্যার বুক বেয়ে
          নেমে আসে নেশাঘুম রাতের
          ছাতিম ফুলের ঘ্রাণ...

নিঃশব্দের
            মেঘচুম্বী স্বপ্নহরিণগুলো
            চরে বেড়ায় তোমার-
            কাঁপা ঠো্ঁটের লজ্জার
            গহীনে...

আর আমি
              রোদ্র দাড়ে দাড়িয়ে থাকা
             কথার বিকেলে ভেসে যেতে
             থাকি তোমার রুপ-ঢল
             কাব্যের সমুদ্র জোয়ারে.....