ফাগুনের গান, রঙের খেলা,
বসন্তের উৎসব এসেছে,
মনটা হলো হেলা।
ছেলেমেয়ে সব মিলে,
রঙে মাখে একে অপরকে,
হাসি-খুশিতে ভরে যায় ঘর।
বসন্তের ফুল ফুটেছে,
কোকিল গায় মধুর গান,
মনটা হলো উন্মুখ।
হে বসন্ত, তুমি এলে কখন?
নিয়ে এলে নতুন স্পন্দন,
মনটা হলো মাতোয়াড়া।