স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে,
আমরা আজ গর্বিত।
শহীদদের রক্তে রাঙা,
এই পতাকা উড়ছে উন্মুক্ত।
একুশে ফেব্রুয়ারি,
ভাষার জন্য রণ।
বঙ্গবন্ধুর জন্মদিন,
স্বাধীনতার বীজ বপন।
মুক্তিযুদ্ধের নয় মাস,
রক্তক্ষয়ী লড়াই।
জয় বাংলা ধ্বনিতে,
জাগে স্বাধীন সূর্যোদয়।
ষাটের দশকের গণতন্ত্র,
স্বৈরাচারের শাসন।
জাতির জনকের ভাষণ,
স্বাধীনতার স্বপ্ন দেখান।
মুক্তিযোদ্ধাদের ত্যাগ,
স্বাধীনতার মূল্য।
এই দিনটি আমাদের,
স্মরণ করিয়ে দেয় সকল।
আজকের দিনে শপথ,
দেশকে করবো গড়ে।
সোনার বাংলা গড়বো,
সবার সম্মিলিত বলে।
~মোকাররাম হাসান রিহাম
২৬.০৩.২০২৪, ১২:২০am