শতাব্দীর ধূসর আঁধারে ঢাকা,
প্রাচীন রীতিনীতির সোনালী ছোঁয়া।
মাটির ঘর, ঢেঁকিতে ভাঙ্গা ফসলের চাল,
সরল জীবন, মনের আনন্দ ভালোবাসা।
বাঁশির সুরে নদীর ধারে,
হাটের দিন, মেলার যাওয়া।
ঐতিহ্যবাহী পোশাক, গয়নাগাটি,
সংস্কৃতির বার্তা বহন করে, প্রতিটি মাটি।
শিক্ষা ছিল গুরুদের কাছে-বসে,
জ্ঞান ছিল কুরআন-পুরাণের আয়না।
ধর্ম ছিল বিশ্বাসের, নীতির,
সমাজ ছিল শৃঙ্খলার, নিয়মের।
উঁচু বিল্ডিং, চকচকে রাস্তা,
গাড়ির ঝড়, যানজটের হতাশা।
মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া,
আধুনিকতার ঝলকানি, মনের অন্ধকার।
পশ্চিমা সংস্কৃতির প্রবল প্রভাব,
আমাদের ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা।
ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অস্বাস্থ্যকর খাবার,
শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিপদ সংকেত।
যুগের সাথে সাথে পরিবর্তন অবধারিত,
নতুন জ্ঞান, প্রযুক্তি গ্রহণ করা কর্তব্য।
তবে ঐতিহ্যকে গেলে ভুলে,
আমাদের পরিচয় হারাবে চিরতরে।
প্রাচীন ও আধুনিকের মেলবন্ধন,
এটাই হোক আমাদের লক্ষ্য।
নৈতিকতা, মূল্যবোধ ধরে রেখে,
গড়ে তুলবো সোনালী ভবিষ্যৎ।