কত গীত সংগীত রচেছি তোমার জন্য
লেখনীর শব্দ ছন্দে করেছি তোমায় লাবণ্য!
কাব্য মধ্যে হাজারো স্মৃতি,ভাসে ক্ষনে ক্ষনে,
আঁখি হল লাল,স্বপ্ন করতাল বাজে মধুর তানে!!
হিমালয় ছেড়ে আমি আরও চলি উত্তরে;
শতগিরি ভেদি ,তোমারে খুঁজি গিয়ে বহুদূরে!
গেঁথেছি কাব্য ধারা আজ এই শুভ লগনে,
তাই তোমারে তাই গো প্রিয় এই ভালোবাসার দিনে