ত্রি-গুণে গুণধারি সে নিখিল বিশ্বে,
সত্ত্ব রজঃ তমঃ দেখ আছে সব চিজে!!
এ বিশ্বে সকল তুলনার তিনিই তুলনা ,
তাকে তুলিবে কে তার কিসের সাধনা !!
কিঞ্চিৎ জ্ঞান অর্জনে যে সাজে জ্ঞানি,
মূর্খ সে অতিশয়,তাঁরে গ্ৰাসে আত্মগ্লানি!!
জ্ঞানের দরিয়া সে এই বিশ্ব চরা-চরে,
যেথা সতীত্বনাশে সেথা নবরূপ ধরে!!
হস্ত পদ চোক্ষু কর্ণ সবই থাকে তার,
মানুষ নিয়ে খেলে সে,ছলনাবুঝাভার!!
তথাপি মানুষ যদি ভাই ভাবো তাঁরে ,
বৃথাই আপসোস করবে শেষ বিচারে !!
আমি অতিনপুংসক ভাই কী আর জানি,
সর্বাঙ্গে তিনিই শুধু কোথায় আছি আমি?
মীমের পর্দা উৎঘাটন আর কবে প্রভু হবে;
অবহেলায় লৌকিকধর্মে দিন কেটে যাবে?