রাখলে চির আপন করে,
নয়তো ধূলায় মিশে,যেতাম চিরতরে!
তুমি বিশাল,তবু ক্ষুদ্র হয়ে এলে হৃদয়ে,
করুণা নিক্ষেপিলে এই তুচ্ছ জলাশয়ে।
আপন করে নেওয়া তোমার আদি স্বভাব-
শতাধিক ছিল প্রভু আমার ভক্তির অভাব-
তবুও আশ্রয় নিলে প্রভু রইলেনা বাহিরে!!

তুমি মোর বন্ধু,পিতা ও জননী,
মোর বক্ষের রক্ত ঢেলে পূজিব আপনি।
আপন করিবারে তুমি আসো দেবালয়ে,
জোস্না করিণ দাও ঢেলে মাটির আলয়ে।
এত প্রেম ভালোবাসা দিলে মাটির মানুষে,
জীবন মোর ধন্য করিলে তোমার আশিষে-
এই শুষ্ক ধরা বক্ষে সেজে এলে সৌদামিনী।।