স্মৃতির 'পরে স্মৃতি জমছে -
বেদনার বালুচরে ;
প্রিয় এক ফোঁটা দাও বৃষ্টি-
এই মরু সাগরে!!
অবহেলার ভিড় শুধুই ,
কথার 'পরে কথা
নিরন্তর স্মৃতির চাদরে -
দুঃখে শুধুই কাঁদা!!
চোখের সামনে সব দেখি ,
দেখিনা তোমাকে,
বিরহের আগুন জ্বলে-
এই মরু বুকে!!
স্মৃতি দিয়ে স্বপ্ন কিনি,
বিরহের দাবানলে,
ফিরে এসে দেখ প্রিয়-
আছি কী হালে!!
দেখার জন্য বসে আছি-
যমুনার তটে;
তোমার আগমনে প্রিয়-
শত ফুল ফোটে !!
প্রেম শিখিয়ে রইলে প্রিয়-
কেন এতো দূরে;
প্রেমের বাতি জ্বলাও এসে
এই বাহু ডোরে!!