ঈশ্বরকে খুশি করতে-
আমারা সাজি কত সং ,
অন্তরে কয়লার কালি-
বাইরে ভালোমানুষি রং।।
মাটির মানুষ ছিল যাঁরা-
আজ তাঁরা হয়েছে পাথর;
মন পচনের গন্ধ বিকট
বাইরে লাগাই সুগন্ধি আতর।।
সংয়ের কার্য সত্যি বটে,
কিন্তু আসল রূপ তা নয়,
যতই সাজে কৃষ্ণ যুধিষ্ঠির-
আসলে দুর্যোধন সে হয়।।
আপন জাতের রক্ত চোষা-
মানুষের কার্য নহে -
জীব প্রেমে শিব মিলে ভাই -
গুণি জনে তা কহে।।