দেখ দেখরে মন আজ এসেছে আমার সখী-
শুকনো এই হৃদয়ে তাঁরে কোথায় যে রাখি?

নূর-জ্যোতি তাঁর রবি শশী,
মনোহরা সে অতি-রূপসী,
                     হাসলে ঝরে মুক্তা রাশিরাশি-
                     ভুলে বেদনা তাই তাঁরে দেখি—

ছিল আঁধার কালো ঘরখানি-
নূরের উদয়ে হল গো নূরানী,
                      তুমি আমার কাঞ্চন কামিনী -
                      আঁধারে জ্বালালে গো বাতি—

মুখ ’পরে ঝরে রূপ সৌদামিনী,
দিবা পরে যবে আসে যামিনী
                      তুমিই সর্বোত্তম সাধনার মরমী-
                      হৃদমরু দেবালয়ে সদাই রাখি—

এসেছ যবে ,যেওনাকো চলে,
দেখিছি আমি কে অন্তরালে?
                   বিনা তেলে যেথা সদা বাতি জ্বলে -
                   আসন পেতেছি ওগো প্রাণসাকী—