সিয়াম অর্থে রোজা হয় গো ভাই
সংযত করা তার আরও এক মানে-
এগারো মাস থাকো ভোগ দখলে;
এক মাস থাকো ভাই অহং মনে!!
সিয়াম রয়েছে ভাই তিন ভেদে ,
নিম্ন-মধ্য-উচ্চ,প্রকাশ হাদিসে-
পানাহার ত্যাগ অতি নিম্ন সিয়ম,
তা ত্যাগে থেকো না ভাই উল্লাসে !!
সর্বাঙ্গ পাপমুক্ত মধ্যম সিয়াম বলে,
পানাহার, কাম ত্যাগ তা নয় ভাই,
নিগুঢ় আর পবিত্রতা যেনো তাকে;
হস্ত-কর্ণ-জিহ্বা তা পাবে পরিচয়!!
খোদা চিন্তনকে সর্বোচ্চ সিয়াম কয়,
ইহা ব্যথিত সর্ব সিয়াম হয় মূল্যহীন,
দিবা থাকো তুমি অতীব সাধু বেশে,
রক্ষসরূপ প্রাকাশ নিশিতে,সাধুত্ব লীন!!
সিয়াম পালন অতীব কঠিন ভাই ,
সাধনা বলে তাকে কেঁদে ধারো,
রিপুর শাসনে শোষিত না হয়ে-
ও ভাই রিপুকে শাসন করো !!