এ অলস দুপুরে কল্পনাকার হয়ে ফিরি আমি নিস্তব্ধ নিথর দেহ নিয়ে ,
চারিদিকে দেখি এত শিষ্টতা, এত ভদ্রতা শুধু আমাকে বাদ দিয়ে!!
আর একটু শুধু সময় চেয়ে ছিলাম সুনয়না ওগো তোমার হতে ,
বাস্তব যে বড়ো কঠিন,ছিনিয়ে নিল সে আমায়, আমার থেকে !!
আজও আমি অবাক হয়ে চেয়ে থাকি ওই সে তোমার স্মৃতির প'রে ,
বিরহের জ্বালা জুড়াই আমি নিকোটিনের সেই ধারালো ধোঁয়ার ধারে !!
বারেক ফিরে যদি চাইতে তুমি্ ,তবে দেখতে আমার করুণ দশা -
তোমার জন্য,খোদার্ তরে করেছি কতইনা প্রার্থনা কী বলিব তাঁর ভাষা !!
সময় যে বহমান সুনয়না , তাঁকে থামানো যে যায় না,
অতীতকে আঁকড়ে ধরে বাঁচাই যে কবির সাধনা !!
এখন আমার হাতে অঢেল সময় , আছি সময়ের পাহাড়ে বসে ;
নিত্য নতুন বাঁধি কাব্য ওই তোমার স্মৃতির আঁচলের পাশে !!