অর্পিলাম মোর কার্য্য প্রভু তব চরণে,
ভুবন-বিহারী তুমি রেখ সদা শরনে ।।
তুমি ধ্বংস তুমি সৃষ্টি তুমিই সংসার,
তুমি প্রলয় তুমি শান্তি তুমি শিবশঙ্কর।
তুমি সত্য তুমি ধর্ম তুমি অধর্ম বিনাশী,
তুমি জ্ঞান তুমি আলো,কালের প্রভাষী।।
তুমি গিরি তুমি অর্ণব তুমি ত্রিকালদর্শী,
তুমি স্বর্গ তুমি মর্ত্য তুমি ধ্যানের নবার্শী।।
তুমি আদি তুমি অন্ত তুমি প্রলয়ের শেষ চিহ্ন,
তুমি তান্ডব তুমি স্থানু তুমি এক নয় অভিন্ন।।
তুমি পূর্ণ তুমি শূন্য তুমি জ্ঞানীর সেই আরাধনা,
তুমি রুদ্র তুমি ভয়ঙ্কর তুমি ত্রিলোকে ভূতভাবনা।।
তুমি ভক্তি তুমি মুক্তি তুমি অব্যয় তুমি মৃদয়-
তুমি কলাকাল তুমি কৃপানিধি তুমি শুদ্ধ হৃদয়।।
তুমি আজা তুমি শাশ্বত তুমি কামারী তুমি বিরুপাক্ষ,
তুমি শর্ব তুমি ভাব তুমি শ্রীকন্ঠ তুমি শেষ লক্ষ্য।।
তুমি সোমসূর্যগ্নিলোচন তুমি ত্রয়মূর্তি তুমি স্বরময়ী।।
তুমি বুজঙ্গভূষণ তুমি সুক্ষ্মতনু তুমি মৃত্যুঞ্জয়ী।।