মিশর নীল তটে উদিত জ্যোতি বিন্দু,
পরশ পাথরে চিত্রিত সে মহা-সিন্ধু!!
শূন্য সদৃশ গড়ল যে এহেন মেদিনী,
অচলায়তন নিগুঢ় প্রণয় বন্দিনী!!
স্রষ্টা সৃজিল স্বরূপ রাখিল এভান্ডে,
কুন বলিল সৃষ্টি হইল তা প্রচন্ডে!!
মহান মার্তন্ড তিনি,সৃষ্টির আদিতে;
প্রলয় ঘটিবে তিনিই রহিবে তাতে!!
স্রষ্টার নিগুঢ় রহস্য সৃষ্টিতে মিশে,
যে-রূপে বৃক্ষগুন রয় একটি বীজে!!
স্রষ্টার পূর্বে সৃষ্টি দেখ,মনোবিক্ষনে,
সৃষ্টি মধ্যে স্রষ্টা মিলবে প্রেমালিঙ্গনে!!
জ্ঞান অন্ধ মহাপাপ গুনিজনে বলে,
করিতে অর্জন,তা লুটাও পদতলে!!