শাস্ত্র বিধি পড়লি মুখে করলি তাঁর রূপ দর্শন ,
ছয় কামিনীর চাতুরীতে কর্ম ভুলিস সারাক্ষণ।।
বাহ্য কর্ম রিপু ক্রিয়া নিয়ে যায় দোজখ্ দ্বারে -
গাছকেটে জলঢাললে তাতে কি আর ফলধরে??

মানুষ সুক্ষ্ম,মানুষ শ্রেষ্ট,মানুষেই সে মানুষ পাবে-
এই মানুষেই ভক্তি দিলে ভব জ্বালা দূরে যাবে।।
তুমি সময় করে শাস্ত্র পড়,নামাজ কিংবা পূজা,
অন্ধকারে দিন কেটে যায় পাওনা রাস্তা সোজা।।

পাঠ করলে পাঠক হবে অহংকারে ভরবে মাথা,
প্রয়োগ করলে শাস্ত্র নিধি  প্রাপ্তি হবে শ্রী গাঁথা !!
শাস্ত্র বুঝলে কল্যাণ হবে এই ত্রি জগৎ সংসারে,
বুলবুলির মত পাঠ করলে অ-শান্তি ঘিরে ধরে।।

পাপাচারীযৌবনে কুকর্ম করে বৃদ্ধে সাজে ধার্মিক,
বেহেস্ত লিপ্সায় কর্ম করে হয়ে ইবলিশ সৈনিক।।