কিছু রাস্তা স্মৃতিই ভরা-
টানে বারে বারে,
কিছু রাস্তা প্রেম জড়ানো-
প্রেয়সীর আদরে!!
আঁধার বেলা আলো সেথা,
প্রিয়ার রূপের পরশে,
প্রেম দিয়ে প্রেম পেয়েছি,
প্রিয় তোমার আরশে!!
তুমি প্রিয় স্বর্গীয় পারিজাত,
প্রেম রূপের দরিয়া,
দেখলে তোমার রূপ -
আঁখি যায় গো ঝরিয়া!!
শত স্মৃতির আনাগোনা-
ওই প্রিয়ার পথের 'পরে,
বিভোরিয়ে চেয়ে থাকি,
প্রিয়ার সেই প্রেমবিহারে!!
স্মৃতি নিয়ে বেঁচে আছি,
ওই সে গহীন বনে,
হৃদ আরশিতে দেখি সদা,
তাঁরে আমার পরানে !!