ভালোবাসার স্মৃতি জাগে-
বে-খেয়ালি এই আঁখিতে,
জোছনা রাতি বিন সাকী-
বেশারাবী হই এ নিশিতে!!
শারাব পেয়ালায় ইবাদাত-
করি তোমার গুল-বদনী,
তোমার খোয়াবে বেচাইন-
রহে্ এই দিল আফসানী!!
এসো এই শারাবী ফারাবি-
মোর প্রেমের শারাবখানায়,
ঢাল এসে সে রঙিন শারাব,
বেইবাদাতী দেলে,জোছনায়!!