ওমন করে করুণ সুরে আর বাজাওনা বাঁশি্ শ্যাম সখা—
ওগো চাহিয়া চাহিয়া দেখি আমি রাধিকা্ (বৃন্দাবনে) সেই মধূরতানে —
মন স্থির আর নাহি বাঁধে -
শুনিয়া ওগো তাহার বেণু -
ভক্তিচুম্বণ শ্রদ্ধাঞ্জলি করি-
চেয়ে মেঘেরো পানে —
বাজিছে বাঁশি কৃষ্ণ, কৃষ্ণ
তোমার প্রেম মুরালী
জ্বলিছি বিরহে ওগো গোকুলবাসী(২) -
তরঙ্গায়িত নাহি করিয়ে মিশে রও আকাঙ্ক্ষিনীর সনে —
কৃষ্ণ নামের মালা গেঁথে
আছি বসে যমুনা'র তটে
ওগো মনোহরা,প্রেমাধার
দেখিব বলে সেই প্রেমাদীনে —
গরুত্মান লয়ে এসো মোর দ্বারে
সদাই পানি বয় মোর আক্ষি লোরে,
চরণ ধূলি দাওনা এসে -
এই আমার মরুদ্যানে-