কত সুন্দর তুমি,
কী দেবো তোমার উপমা-
হাসিলে প'রে মুক্তা ঝরে,
তোমার রূপের কিরণে—
(তুমি পিরিত প্রতিমা)
মৃদুভাষী তোমার চাহনি,
তাই দেখে আপ্লুত আমি,
চেয়ে রয় নিশি রজনী,ওই তোমার মুখপানে !
স্বর্গ পারিজাত অপরিপূর্ণ ,
তোমার রূপ হতে নয় তারা ভিন্ন,
গোধূলি এই প্রেম লগ্ন,ভরি তোমার রূপকীর্তনে !
যতবারই তোমায় দেখি,
(ভাবি)হৃদপিঞ্জরে এঁকে রাখি ,
জনম ভরে বসে থাকি,ওসেতোমারই আলিঙ্গনে!!