তার পর বহু দিন কেটে গেল বুনো ঘাসে পথ ঢেকে দিল...
যোগাযোগ না থাকলে যা হয় !
বহু প্রেমিক সেই পথ দিয়ে যেতো-
অনেক প্রেমের সাক্ষী সেই পথ -
ভেঙ্গে যাওয়া প্রেম থেকে জুড়ে যাওয়া ,
জুড়ে যাওয়া হতে ভেঙ্গে যাওয়া আরও না জানি কত কী!
পৃথিবীতে সময়ের থেকে বড়ো ভগবান মনে হয় -
আর কেউ নেই?
নিজে থেকে প্রমাণ করতে যেতে নেই কে সঠিক -
কে কতটা ভালোবাসে!
সেই দায়িত্ব সময়ের উপর ছেড়ে দেওয়ায় ভালো!
সে পথ আমারো ভীষণ চেনা ,
এ পথে হাঁটতে হাঁটতে বহু প্রেমের কথা বলতে তুমি,
তোমার চোখে আমি সে-দিন সমুদ্রসম প্রেমের খোঁজ পেয়েছিলাম -
তার পর হঠাৎ সেই পথেই তুমি হারিয়ে গেল !!
আজ আবার সেই পুরনো আবেগ গুলো বাঁচতে চাইছে !
... চেয়ে আছি সেই পথ পানে
... অপেক্ষায় ,
... শাশ্বত অপেক্ষায় !!