আমার ভায়ের রক্তের বন্যায়,এলো পূর্ণ স্বরাজ ,
দেশ-মাতৃকার মুক্তির তরে সেজে ছিল ধীরাজ।।
অরাজকতা মাৎস্যন্যায় তাঁরা করেছিল নাশ,
আপন মায়ের অবমাননা ভাবনি খেলার তাস।।
সাম্যের গান গেয়েছিলেন সেদিন কবি নজরুল,
সুভাষের কন্ঠে উঠেছিল ভাই রণ-হুংকার শুল।।

ভাবিনি তাঁরা স্বরাজ এভাবে মাটিতে যাবে মিশে,
স্বামীজী ও গুরুদেবের এ ধরিত্রী পূর্ণ হবে বিষে ।।
মায়ের তরে সেদিন দিয়ে ছিল প্রাণ ক্ষুদিরাম,
আজও সে নক্ষত্রখানি জ্বলে অন্তত অবিরাম।।
ভারত মায়ের বীর সৈনিক ভাই আমার ভকৎ,
মায়ের সম্মান ফিরাতে শহীদ,দেখিল বিশ্ব জগৎ।।

বাবুজী মোদের শিখাইল ভাই অহিংস সাম্য নীতি,
তাঁদেরই চরণ চুমিয়া ভাই আমি গাহি সাম্য গীতি,
হবে হেথা ভাই শুধুই মানুষে মানুষেরই পরিচয়,
ধনি গরীব মুচি ম্যাথর সকলেই মোদের ভাই ।।

এসো গো ভাই  আজ সবে মিলে হাতে রাখি হাত ,
ভারতমায়ের সন্তান মোরা মোদের নেই কোন জাত।।