আমারে আমি খুঁজে ফিরি আসমান জমিনে-
কাঁদে প্রাণ হয়ে পেরেশান,আখের বতর্মানে—
এ সংসারে মায়া ঘোরে
সং সেজে নাট্য করে,
সে কর্ম ভুলি বারবারে-
গোলাকধাঁধায় পড়ে এখানে ।।
আমি,আমি শুধুই করি,
আমায় না চিনে বাহাদুরি,
এই চৌদ্দ ভুবনের যাদুগিরি-
দেখলাম না চেয়ে জ্ঞান দর্পনে ।।
আমায় চিনলে বিশ্ব জাহান-
পাবি দেখতে সব বর্তমান,
আমিই আছি জমিন আসমান -
আমায় চিনতে বসো নির্জনে।।
পরমধন সেই পরমাত্মারে,
আমার মধ্যেই বিরাজ করে-
হাওয়ায় ভাসাও শূন্য প’রে
আমাকে পাবে সেই খানে।।
#এই লেখনীতে "আমি" শব্দের ভিন্ন অর্থ রয়েছে, "আমি" কোনো স্থানে ব্যক্তিচিত্ত আবার কোনো স্থানে পরমাত্মাও বোঝানো হয়েছে,যদরূপ শ্রীমদ্ভগবদগীতাতে রয়েছে।।