আপন ভায়ের রক্ত দেখে
যদি চোখেই না আসে জল -
                        পশু হতেও অতিঘৃণ্য তুমি,
                        হাসরে পাবে কঠিন ফল!!

ইশ্বর হতে মানবের জন্ম-
সৃষ্টির মধ্যে সর্বাধিপতি,
                        মানবেই মিলবে বিধাতা -
                        পাবে সেথা ভব সারথি!!

হিংসার বোঝা মাথায় নিয়ে-
সৃষ্টিকে করছ অবহেলা-
                         ক্ষুদ্রাতিক্ষুদ্র কীটেও সে-
                         এক একেই ভব খেলা !!

তুমি আজ হয়েছ ধনী-
দরিদ্র করল কে তাঁদের?
                        এখনও সেই পদ রক্ত চিহ্ন-
                        পাওয়া যায় মিনারে যাঁদের!!

মন্দিরেতে পাথর মূর্তি তরে -
করি কতই ভোগ আয়োজন ;
                      পাশের বাড়ির হারা খুবক্ষুধার্ত-
                      দুটো আহারের খুব প্রয়োজন!!

পূর্ণের জন্য সাধু সাজা -
পাপের পাল্লা করে ভারি;
                   পূর্ণ ভেবে পাপ করছ অহর্নিশ-
                   দেখ শাস্ত্র রে স্বভাব ভিখারী !!