পাতিয়া রাখিনু মুই প্রেম আচ্ছাদন-
আশ্রয়'ইবে বৈলে সেই মনমোহন!!
বসিয়া ওগো ভাবিনু শ্রী-যমুনা প'রে-
প্রিয় মঝু রাধিকা রইলাম আঁধারে!!
তব প্রভঞ্জনে গুঞ্জরিত প্রেম ওলি ,
আসিয়া পৈড়ে হেথায় সর্ব কার্য্য ফেলি!
করিনু মুই তব প্রেম-রূপ কল্পনা,
অভিনিবেশে আঁকিনু প্রেম আলপনা!!
বিরহী সেজেছিনু তব প্রেম বিহনে,
এই জোস্না রাতি মুই রব কার সনে!!
পড়িয়া রয় মম মন গো-কুল ধামে,
ভাসানু প্রেম ভেলা সেই সে কৃষ্ণ নামে!!
মিশিয়া রয়েছো তুমি ওগো সর্বাধারে,
প্রেম জ্যোতি নিক্ষেপ কর রাধিকার তরে!!