গুরুদেবং অদ্বৈত অমর শরীর অধিকারী,
তেজস্বী নির্মলং পতিত পাবন -প্রতিহারী!
ত্রি-কাল দ্রষ্টা পিরিতি স্রষ্টা এ আনন্দ পুরে-
রিপুবিনাশী তমসারোধি নিত্যভূরূপাধারে!
বেদপুরাণ শাস্ত্রকেতাব সর্বস্থানে সেই তিনি,
বৌদ্ধ ভক্ষণে চির কল্যাণে মনুর রথী যিনি।।
সদঃগুরুর কৃপা গুণে ঈশ হৃদয়ঙ্গম অঙ্গনে-
বর্ণসঙ্করে শাস্ত্রজ্ঞানাহংকারে স্বর্গচুত্যজ্ঞানে।
যোগের যোগেশ্বর দৈবো বিস্তরশঃ ভূমন্ডলে -
মস্তকমুন্ড সমর্পিত কর গো তাঁর চরণতলে।।
শরণং ব্রজ এক অনাদি সেই রূপ সনাতনে-
কলব মাঝে স্থিতি ওঁকার ধ্বনি রিপু শাসনে!!
'শব্দ স্পর্শ রূপ রস গন্ধ' ত্যাজ রে ইষ্ট পূজায়,
গুরুরূপ স্মরণে বাজাও বীণা সর্বাঙ্গরোজায়!!
গুরু ভক্তি শিব শক্তি সম্মুখে খোদার জ্যোতি,
একের চিন্তা পুরুষোত্তম আত্মা সু-দেল রথী!!
অচিনের সন্ধান পেতে গুরুর চরণে লুটে পড়;
হাওয়ার রথে মোরাকাবায় দরশন পাবে তাঁর!!