ঈশান কোণে মনোরথ আর্কষে তাঁরে,
ইষ্ট ভক্তি বাহ্য কার্য শুধু মায়া ঘোরে!
পূর্ণ কর্মে বাড়ে ভক্তি নরকের ভয়ে,
তদ-গুণাধিক অনল ভুগে ভূ-লয়ে!
ক্লেশ কর্মাণি সিন্ধিম্ আপ্তুম্ সে হেয়,
যতাত্মবান্ কর্মাণি্ ন আপ্তুম্ কেহ।
ইষ্ট প্রসন্ন না লভে বৃথা সাজে যোগী ,
ইচ্ছাবসে আত্মাহুতে হয় মায়া রোগী!
কর্মযোগেন হলে নিশ্চয় মিলবে সে,
প্রলয়ে রবে উল্লাসে,শূণ্যে মিশবে যে!
বুদ্ধ প্রাপ্ত হবে সে পঙ্কিল সরোবরে,
মধুর বীণা বাজবে সেই তিন সুরে!
যোগ শিখে যোগেশ্বর যদি হতে হয়,
যাও,তিন যোগে এক যেথা মিশে রয়!