দেখিনি খোদা,দেখতেও চাইনা -
তোমায় দেখেছি যবে-
অপরূপ নির্মল সুরাত তোমার -
ঐ রূপ ধরেছি এবে!!

ভাস ডুব নয়ন সরোবরে প্রেয়সী-
প্রণয়ের বাজে বাঁশরি-
রা-ধা নামে তোমারই প্রকাশ তবে,
এখনও করবে চাতুরী??

সে যেন আমি,আপন কায়াতে;
বরফে যে-রূপে জল;
ভুলে এবাদত করি শারাব পান-
উল্লাসে চোখ ছলছল!!

তোমার সুরাত লয়ে চলি নরকে-
ছেড়ে স্বর্গ লোভীসনে,
আমি সে অনলে,প্রিয়ার কোলে-
রচিব গীতি হরষনে!!