তোমার নূরের জ্যোতি পড়ে যখন
বদ্ নসীবি দিলে-
ভুলে যায় গো সকল বিরহ যাতনা;
ঐ প্রণয়ের ফুলে—
পিয়া, নাচে মন গুল্ বাগে,
যখন তোমার প্রণয় জাগে,
বাজে মুরালি বাঁশি,তোমায় দেখিলে—
প্রিয় বনের অলি যেমনে,
ছুটে চলে  প্রেম  কাননে,
তব অনুরাগে ভরে আঁখি,
আমার প্রথম প্রণয় সখী-
গুল্ শুয়াইবে গুলবাহারে,আসি চলে—