যেদিন আমি বিদায় নেব,ফেলনা আঁখি জল,
আমার গানের ঐ কলিটা তুমি গেও অবিরল!!
প্রিয় কাছে এসে পাশে বসে করিওনা হাহুতাশ,
আছে যত বিরহ-বেদন তুমি করিও অভিলাষ!!
প্রিয় নাই বা পেলাম অপ্সরা,সাগরসম দিও বিরহ,
ঝরে পড়া সেই বিরহে প্রণয় গীতি রচবো অহরহ!!
আজরাইলকে বল আরো আজাব দেয় দোজখে,
জিন্দা হবে প্রণয় বেদন না চাই শান্তি ফালাকে!!

লোভীদের মতো চাই না বেহেস্তে,এবাদত শেষে,
হে খোদা বর্ষার মত ঝুরিও অনল দোজখ বিষে!!