কামাদিনিঃসরনে যেরূপ আসে শান্তি
তদ্রূপ ভজ গৌরাঙ্গ হবে ব্রহ্ম প্রাপ্তি!!
ব্রহ্মা সেই হয় যে এক আদি অ'খন্ড,
সর্ব সৃষ্টি মধ্যে সেই মহান মার্তন্ড !!
এহেন সংসার উল্টো বৃক্ষরূপ জানো,
পূর্ণব্রহ্মা সর্বোপরে নিম্নে দেব তিনো!!
মোক্ষ উন্মুক্ত পূর্বে পরমেশ্বর খুঁজো,
রিপুক্রিয়া বিনাশিলে পাবে তত্ত্বকাজো!!
পড়ে শাস্ত্রীয়বিদ্যা সে অহংকারী হবে ,
গুরুবিদ্যা অর্জিলে মস্তক নীচু রবে !!
লহ গুরু দর্পণ,তাতে দেখ নিজেকে,
পরম-ব্রহ্মা ক্ষর পুরষ বলে কাকে ?
তত্ত্বজ্ঞান নিলে মোক্ষদ্বার উন্মোচিবে,
যেথা গেলে ইন্দ্রজালের গতি নারবে!!