শিশিরে ভেজা মন,এই শান্ত সকালে-
প্রেম জড়ানো স্মৃতি্ করে হাহাকার—
আঁখি তোর আমারে বিঁধে
বিরহী মন সে উঠে কেঁদে ,
বেনামী কোন স্মৃতির ভিড়ে?
আমায় সদাই করে বেকারার—
স্মৃতিপটে তোর রূপ -খানি,
আসে যায় আপনার আপনি,
শূন্যে ভেসে রয় সে সর্বক্ষণি-
দেয় প্রেম হাতছানি বারবার—
কত ফাগুন কাটালাম আগুনে,
এসো শিশিরে ভেজা সমীরণে,
এই মলিন হৃদয় মরুদ্যানে-
এসো লয়ে প্রেমের ইস্তেহার—
প্রিয় আমার এই বাউলা মন-
বিরহী যাতনা সহিবে কতক্ষণ?
স্মৃতির ভাঁজে তুই সদা বিচরণ-
পোড়া স্মৃতিতে ডুকে জলধার—
এ শিশির নয় প্রিয়,আঁখি জল ,
শুকাই শিশিরে প্রেম পুষ্প দল,
বিরহের মরু-সাগরে পড়ি অতল-
আছি আমি তোর প্রেম অনাহার—