কী দেবো প্রভু তোমার উপমা;
জগদীশ্বর তুমি অপার মহিমা!!
অসীম তুমি তবুও এলে সমীমে-
তিমির মহী দীপ্ত করে আজিমে।।
প্রলয় ভূলয় তুমি,রূপ সনাতন,
ভূপেধূপে দেখি তব আলোড়ন।।
জাহিরবাতুনে তুমি আছ হে প্রভু,
ধ্বংস সৃষ্টি নামে সাজ বিশ্ব বিভু।।
শূন্যের থেকে হয়’ জন্ম তোমার,
প্রেমের তরে সৃষ্টি করেছ আমার।।
শূন্যের পরে হয় গো একের প্রকাশ,
একের থেকে জন্ম লয় ভূপবাতাস।।
অহ-র্নিশি দেখি তোমার জ্যোতি,
তুমি ভিন্ন না আছে মানবের গতি।।