যদি আবার আসি ফিরে,
এই ভবের বাজারে-
নিশ্চয় পাবো সে চরণধূল,
আমার মাথার ’পরে—
তুমি হে প্রভু শ্রী গৌরাঙ্গ,
তাইতো করি তোমার সঙ্গ,
অন্তরে উঠে প্রেম তরঙ্গ,
তোমার রূপ নিহারে—
দেখিলে তোমায় ঝরে আঁখি,
কেমনে কাটাব পুলসি রাতি,
দিবানিশি ভাবতে থাকি,
প্রভু সেই দিনে'রে—
তোমায় যতবার ভুলেছি-
অবহেলায় তরী ডুবিয়েছি,
জ্ঞান অন্ধ হয়ে মরেছি,
নিজে জ্ঞানি সেজে'রে!!
মাহানুভাবে তুমি থাকো,
ভক্তি বাতি জ্বালিয়ে রাখো,
দাসী করে বেঁধে রাখো,
প্রভু এই এ অধমে'রে—