মনে কি পড়ে না প্রিয়,এই অবলারে...
ভাসিতেছি প্রেম যমুনায়,তোমার বিরহ জ্বরে-
তোমার প্রেম বিহনে বৃথা এ জীবন -
এ বিরহ নরকানল সমান -
দেখিতে মম অভিলাষ,দু-নয়ন ভরে -
প্রিয় আর মারিওনা তব বিরহবানে -
স্বর্গ অপ্সরা না চাহিব,তোমা বিহনে
তুমি স্বর্গ হতে অধিক প্রিয়,আমার মরুপ্রান্তরে -
তোমার প্রেমে যদি হয় গো মরন -
তবুও গাহিব তোমার জয় গান,করিবো স্মরণ
অশ্রু নীরে ডুবিতে আছি,বিরহের রত্নাকরে !
তোমায় দিবানিশি আমি স্মরি-
জাত-কলঙ্কের নাহি ভয় করি,
শুধু এক বিন্দু প্রেমের পরশ,চাহি গো এ অন্তরে !