এ চোখে আর ধরে না গো পানি-
                             বহে যায় গো প্রিয়া অঝরে,
স্মৃতিপটে ভাসে আজও সেদিন -
                            দেখাব এই বেদনা কা’রে!!
মৌন হয়ে গো বসে থাকি প্রিয়া-
                            চেয়ে চেয়ে ঊর্ধ্ব আসমানে,
যদি খোদার হয় গো কৃপা প্রিয়-
                            মিলিব আপানার আপনে!!
প্রিয়া তোমার চরণে বসে কাঁদি-
                          আর চাহি তোমার মুখ ’পরে,
স্বর্গ আর কী লভিব গো প্রিয়-
                       বেহেস্তি সুখ তব নয়ন ভিতরে!!
আসমানে খোদা জমিনে প্রিয়া-
                       আছো বসে তবু নজর হয় না-
চাহিনা চাহিনা ,আমি খোদারে-
                        শুধু চাই গো সেই প্রিয়তমা!!
স্বর্গের আশা করি না গো খোদা-
                        ওই লোভীদের তা দিয়ে দিও,
তারা তাঁরই,জন্য তোমারে চাহে;
                           আমি চাহি শুধুই প্রাণ প্রিয়!!
সেজদা দিয়ে দেখি মাথা তুলি-
                         এ আমি ভাই দেখলাম কারে?
আর রহেনা চোখের পানি-
                         প্রিয়া নাকি গো সে খোদারে?
এ আমি বলি লোক সমাজে -
                        নাস্তিক পাগল বলে গো তারা;
যে আমায় দেখল,দেখল খোদারে,
                       কয় হাবিবে আলামীন প্রিয়ারা!!
শরাব সত্য ভাই পিয়ালা নহে,
                       যে পাত্রে খাও হবে গো নেশা-
প্রিয়ার গুণ আর কী বলিব -
                   হাজার দেখলেও রহে প্রবল তৃষ্ণা!!