১.
প্রেয়সী মোর এই এলো বুঝি,বেদনার বালুচরে-
সদা ছলছল নয়নে তাই,চেয়ে দেখি গো তাঁরে !
হইল মোর অশ্রু সিক্ত,
বেদনা শুল হল বিদ্ধ ,
তবুও ভুলিয়া যায় প্রেয়সী আমায় বারেবারে !!
২.
বাঁধিয়া রাখিব প্রিয় তোমায় ,আমার পরানে -
কী করে বাঁচিব প্রেয়সী,বল তোমা বি'হনে !
ডুবডুব নিশি এই এখন ,
আছি বেঁচে চাতক মতন,
নীরবে রয়েছ প্যারী্ তুমি,কোন সে অভিমানে !!
৩.
ওই যে শুকতারা কেন চাহে মোর দিকে ,
উঠেছে রবি তবুও বিরহের ছবি সে আঁকে,
তব বিরহ তরঙ্গে ,
জ্বলে সর্ব অঙ্গে,
সব দিশা ভুলি আমি যবে দেখি শুকতারাকে!!