এবার না হয় দাও দেখা বিচ্ছেদের অন্তিম পর্বে —
প্রেমের সাজিয়েছি মালা বরন ডালা তোমার আসার কারনে—
তুমি প্রিয় অতিচালক
কর আমার মধ্যে বাস -
প্রেমের রীতি শিখাইয়া
আবার জ্বালা দিচ্ছো বারো মাস
আমি কী ভুল করিলাম
তোমার প্রেমে পড়িলাম
নিভায়ে দাও এ বিরহের জ্বালা প্রেমামৃত বর্ষণে -
তুমি প্রিয় রুপানুরাগী
তোমার রুপের তুলনা নাই -
যে কলঙ্ক হলো মোর লোক সমাজে
দেখছি তোমার একটুও মায়া নাই
তুমি প্রিয় স্বার্থন্ন্যাসী
এতো কেন মন উদাসী ?
দেখা দাও এসে এ কাঙ্গালের মরু-পানে -
তোমার প্রেমে সব হারালাম
তবুও মন তোমায় ছাড়া অন্য চাইনা -
তোমার প্রেমে কী যে মজা
তোমায় ভুলেও ভোলা যায় না
তুমি আমার প্রাণেরও প্রাণ
যেমন মারুত ছাড়া কি বাঁচে জীবন ?
ভুলে গিয়ে শত অভিমান দেখা দাও হে হৃদয় দর্পনে-