তোমার বিরহে প্রিয় ঝরে মোর আঁখি,
সদাই সজল নয়নে চেয়ে থাকি সাকি!
তব বিরহ বিধুরে প্রিয় জ্বলি অঙ্গার সম,
যেওনা চলে প্রেয়সী থামো একটু থামো!!
নীরবে নিভৃতে প্রিয় সাদাই তোমায় স্বরি,
সাজাই আমি ফুলবাহার সদা বিভাবরী!
তোমার জন্যে খোদার তরে করি নিবেদন-
নরক মধ্যেও প্রেম জ্যোতি যেন হয় বরষন!!
সঙ্গোপনে প্রেম আন্দোলনে দাও প্রিয় মিলন,
হৃদ মাঝারে প্রেমের আয়নামহল করি সৃজন!
দেখাও প্রিয় আমায়,তোমার সেই রূপ-খানি ,
তোমা বিহনে প্রেয়সী,চাতক সেজেছি আমি!!
মিলন সন্ধিক্ষণে তুমি প্রেয়সী থেকো না দূরে,
কাছে এসে মুছিয়ে দাও প্রিয় এই অশ্রু নীরে!
আসন পেতেছি আমি,এই হৃদ-মরু দেবালয়ে,
এই শুভ লগনে আমরা দুজনে যাবো একহয়ে!!